সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ঝুরঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, মাদ্রাসার সুপার মজিবর রহমান শিক্ষা বোর্ডের নির্দেশনা না মেনে গোপনে কমিটি গঠন করেন।
এ বিষয়ে শিক্ষার্থী অভিভাবক মো. মনিরুজ্জামান মনি গত ১০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, সুপার মজিবর রহমান তাঁর আত্মীয় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হোসেনকে সভাপতি করার উদ্দেশ্যে কোনো তফসিল ঘোষণা না করে নিজ পছন্দের অভিভাবক সদস্য, বিদ্যোৎসাহী ও শিক্ষক প্রতিনিধি মনোনয়ন দেন।
এ ঘটনায় মাদ্রাসা এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম জানান, মাদ্রাসার সুপার নিজ উদ্যোগে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নিয়োগ দিয়েছেন এবং তাঁদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত জাহান জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








