বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

লকডাউনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১৩:৪০

শেয়ার

লকডাউনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের মিছিল
বাংলা এডিশন

আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিবের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট, শান্তিমোড়, বাতেনখাঁ মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় ইন্দারা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে সংগঠনের নেতা-কর্মীরা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার কারণে দেশের সাধারণ জনগণ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। জনগণের জানমাল রক্ষা ও সমাজে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে।

মিছিল শেষে বড় ইন্দারা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার স্বার্থে ইসলামী ছাত্রশিবির শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।

সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে চলমান পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।



banner close
banner close