বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

লকডাউনে প্রভাব পড়েনি বাগেরহাটে; যান চলাচল স্বাভাবিক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১৩:২৭

আপডেট: ১৩ নভেম্বর, ২০২৫ ১৩:৪৮

শেয়ার

লকডাউনে প্রভাব পড়েনি বাগেরহাটে; যান চলাচল স্বাভাবিক
বাংলা এডিশন

বাগেরহাটে আওয়ামী লীগের ডাকা লকডাউনে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস, অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শহরের রাস্তায় দোকানপাট খোলা ছিল, বাজারেও ছিল মানুষের স্বাভাবিক উপস্থিতি।

একাধিক সাধারণ যাত্রী জানান, সকালে লকডাউনের কারণে একটু ভয় ছিল, কিন্তু পরে দেখি সব গাড়ি স্বাভাবিকভাবে চলছে। ভাড়া বা চলাচলে কোনো সমস্যা হয়নি। বাজারে ও রাস্তায় মানুষের উপস্থিতিও আগের মতোই ছিল। আসলে লকডাউন বলে তেমন কোনো প্রভাব পড়েনি আমাদের যাতায়াতে।

বাগেরহাট আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, বাগেরহাটের সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে লকডাউনের খবর শুনে অনেক যাত্রী ভয়ে রাস্তায় নামেননি, ফলে যাত্রী সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। আওয়ামী লীগের ডাকা লকডাউনে বাগেরহাটে যান চলাচলে কোনো ধরনের বাধা বা অভাব পরিলক্ষিত হয়নি।

বাগেরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



banner close
banner close