বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১২:৪৩

শেয়ার

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ
ছবি: ভিডিও থেকে নেয়া।

বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউস এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে এ ঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে বরগুনার সার্কিট হাউস ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি স্তম্ভ সংলগ্ন নির্মিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিচের অংশে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরাএমন একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, স্মৃতি স্তম্ভের বেদীতে জ্বালানি তেল ছিটিয়ে দিয়াশলাই জাতীয় কিছু দিয়ে অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান ত্যাগ করে।

ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমিসহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



banner close
banner close