ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধের কারণে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে এই মহাসড়ক অবরোধ করে। এতে উভয় পাশে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং ধীরে ধীরে তারা সড়ক থেকে গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরানো শুরু করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। পাশাপাশি ঢাকা-বরিশাল মহাসড়কও স্বাভাবিক রয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ছয়টায় ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই পথে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সকাল সাতটায় যান চলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে সাড়ে ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত অবরোধ ছিলো। পরে এই মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ডে সকাল সাড়ে নয়টা ও ১০টায় দুই দফা কয়েক মিনিটের জন্য অবরোধ তুলে নিলেও আবার অবরোধ করা হয়। পরে পুলিশ ও র্যাবের চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে পুরোপুরি অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
আরও পড়ুন:








