বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

খাগড়াছড়িতে গাছ কেটে দুর্বৃত্তদের সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১১:১৮

শেয়ার

খাগড়াছড়িতে গাছ কেটে দুর্বৃত্তদের সড়ক অবরোধ
গাছ কেটে দুর্বৃত্তদের সড়ক অবরোধ

খাগড়াছড়িতে গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির আগেই খাগড়াছড়ির আলুটিলার শিলা ছড়া ব্রিজ, অর্থাৎ আলুটিলা বড় ব্রিজ এলাকায় গাছ কেটে ফেলে সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। এ সময় সড়কের দুই পাশে আটকা পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কেটে ফেলা গাছ দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



banner close
banner close