মাদারীপুরে ঢাকা বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাসের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার মোস্তফাপুর আঞ্চলিক মহাসড়কের বাসের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রলীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের কর্মীরা মহাসড়কে অবস্থান নেয়।
তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়।
মাদারীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন বলেন, কিছু যুবক হঠাৎ মহাসড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে।
দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
আরও পড়ুন:








