গাজীপুরে জুলাই সনদ বাস্তবায়ন ও নাশকতার প্রতিবাদে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর গাজীপুরের চন্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চন্দনা চৌরাস্তা এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ — আফজাল হোসাইন, আকরামুল ইসলাম, শাহিনুল ইসলাম, মুনসুর আহমেদ, নুর আলম, আসিফ হাসান ইয়াকুব ও আল আমীন সিফাতীসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথির মো: হোসেন আলী বলেন,“দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং শান্তি-স্থিতিশীলতা রক্ষা আমাদের লক্ষ্য। আমরা ন্যায়, আইন ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অন্যান্য বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা অবিলম্বে রাজনৈতিক সন্ত্রাস বন্ধের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে স্থানীয় এলাকাবাসী, ছাত্র ও যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ছিল, যা পুরো এলাকায় এক গণতান্ত্রিক উৎসবের আবহ সৃষ্টি করে।
আরও পড়ুন:








