বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বগুড়া-২ আসন থেকেই নির্বাচন করার দাবি করবো বিএনপির কাছে: মান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ২১:৪৮

শেয়ার

বগুড়া-২ আসন থেকেই নির্বাচন করার দাবি করবো বিএনপির কাছে: মান্না
ছবি: বাংলা এডিশন

নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই। আমি বগুড়া-২ শিবগঞ্জ আসন থেকেই নির্বাচন করার দাবি করবো বিএনপির কাছে। ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মধ্যে দিয়ে ভালো দেশ গড়া সম্ভব।

বুধবার বিকেলে মান্না শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে এক পথসভায় একথা বলেন।

তিনি আরো বলেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনি ভালো মানুষ,আমরা আপনাকে আমাদের জোটে রাখতে চাই। তার কথায় আমি আশ্বস্ত হয়েছি। আমরা একটি ভালো দেশ গড়তে চাই। শুধু বিএনপি নয় যে দল ভালো কাজ করবে আমরা তার সাথেই কাজ করবো । আওয়ামী লীগ ভালো কাজ করেনি বিধায় আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি।

কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যর সভাপতি জাহিদুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ডা.রাশেদুল ইসলাম রানা সহ আরো অনেকে।



banner close
banner close