বগুড়া শহরের আলতাফুন্নসা খেলার মাঠের দক্ষিণ পাশে সাইফুল ইসলামের চায়ের স্টলে তিন শিক্ষার্থীকে জাল টাকাসহ আটক করে জনতা ডিবি পুলিশের কাছে সোপর্দ করেছে।
আটক শিক্ষার্থীরা হলো বগুড়া শহরের পল্লীমঙ্গল এলাকার আশরাফুল ইসলামের ছেলে সেলিম (১৬), কলেজ বটতলা এলাকার রিপুর ছেলে বিপ্লব (১৬) এবং গোদারপাড়া এলাকার সোহেল আহমেদের ছেলে শারজিল আহমেদ(২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চা খাওয়ার পর টাকা পরিশোধের সময় ৫০ টাকার একটি নোট দিলে দোকানদারের সন্দেহ হয়। দোকানদার নোটটি পরীক্ষা করে জাল বলে সন্দেহ প্রকাশ করলে তারা প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে আশেপাশের লোকজন জড়ো হলে বিষয়টি নিশ্চিত হয় যে নোটটি জাল।
এসময় উপস্থিত জনতা তিন শিক্ষার্থীকে আটক করে সদর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে সোপর্দ করে।
পরে ডিবি পুলিশ তাদের কাছ থেকে মোট ১২'শ টাকার জাল নোট উদ্ধার করে, যার মধ্যে ৫০ টাকার ১৮টি, ২০ টাকার ১২টি এবং ১০ টাকার ১৮টি নোট রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডবি)'র ওসি ইকবাল বাহার সততা নিশ্চিত করেন এবং তিনি বলেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:








