বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

আওয়ামী লীগের অবৈধ লকডাউনের প্রতিবাদে টঙ্গীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ২০:৫৫

শেয়ার

আওয়ামী লীগের অবৈধ লকডাউনের প্রতিবাদে টঙ্গীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত ‘অবৈধ ও একতরফা লকডাউন’ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে টঙ্গীর সেনাকল্যাণ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড হয়ে টঙ্গী বাজারে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।

মিছিলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা শ্লোগান দেন—“আওয়ামী লীগের অবৈধ লকডাউন মানি না,” “গণতন্ত্র হত্যা বন্ধ কর,” “দেশ বাঁচাও, জনগণ বাঁচাও।”

সংক্ষিপ্ত সমাবেশে রাশেদুল ইসলাম কিরণ বলেন,“শেখ হাসিনা জনগণের তোপের মুখে পালিয়ে গেলেও এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন। দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনগণকে ভয় দেখানোর চেষ্টা চলছে। আমরা স্পষ্ট জানাতে চাই— অবৈধ লকডাউনের নামে কোনো সহিংসতা বা দমননীতি জনগণ মেনে নেবে না। রাস্তায় যদি আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করে, জনগণই তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেবে।”

তিনি আরও বলেন,“অবৈধ লকডাউনের নামে যদি আর কোনো গাড়িতে আগুন দেওয়া হয়, তাহলে জনগণও চুপ থাকবে না। আওয়ামী লীগের দমননীতি নয়— দেশের মানুষ এখন চায় পরিবর্তন ও মুক্ত গণতন্ত্র।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রশিদ কালা, মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম লিটু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাভেল, ৪৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সাজ্জাদ, বিএনপি নেতা চঞ্চল, সাহাবু উদ্দিন, পিয়াস প্রমুখ।



banner close
banner close