বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জ শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে তিন কর্মী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ২০:৩৬

শেয়ার

সিরাজগঞ্জ শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে তিন কর্মী আটক
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে তিন কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—ওমর ফারুক (৪২), ফরহাদ হোসেন (৪০) এবং আব্দুল জলিল (৩৫)।

শাহজাদপুর থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ অভিযানে নামে। এ সময় মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।

এর আগে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল ও মোটরসাইকেল মহড়া জোরদার করা হয়। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিকেল পর্যন্ত মাঠে সক্রিয় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



banner close
banner close