শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

বগুড়ায় আ. লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৯:৫২

শেয়ার

বগুড়ায় আ. লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়ার সারিয়াকান্দিতে '১৩ তারিখ লকডাউন, ইউনুস হটাও দেশ বাঁচাও, মশাল মিছিল সার্থক হোক' লেখা ব্যানারসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানন, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সারিয়াকান্দি উপজেলা সেনা ক্যাম্পের কমান্ডার লে. সুফিয়ানের নেতৃত্বে নিয়মিত টহলের সময় কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উল্লিখিত ব্যানারটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close