বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

সুন্দরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমকে অব্যাহতি, কমিটি স্থগিত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৯:৪০

শেয়ার

সুন্দরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমকে অব্যাহতি, কমিটি স্থগিত
ছবি: বাংলা এডিশন

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং উপজেলা বিএনপির সদস্য সচিবসহ যুবদল নেতাদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিউটি বেগমকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা মহিলা দলের বর্তমান কমিটিও স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বিউটি বেগমকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে উপজেলা মহিলা দলের বর্তমান কমিটি স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেও একইভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close