বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

বগুড়ায় অসুস্থ্য বিএনপির সভাপতিকে দেখতে হাসপাতালে জামায়াতের এমপি প্রার্থী

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৯:২৫

আপডেট: ১২ নভেম্বর, ২০২৫ ২০:১৯

শেয়ার

বগুড়ায় অসুস্থ্য বিএনপির সভাপতিকে দেখতে হাসপাতালে জামায়াতের এমপি প্রার্থী
ছবি: বাংলা এডিশন

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেজাউল করিমের অসুস্থতার খবর পেয়ে বুধবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি হাসপাতালে পৌঁছে রেজাউল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

রাজনৈতিক ভিন্ন মত থাকলেও মানবিকতার জায়গা থেকে এভাবে একে অপরের পাশে দাঁড়ানোকে স্থানীয় রাজনৈতিক মহল ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। অনেকে বলছেন, রাজনীতির প্রকৃত সৌন্দর্য এখানে প্রতিদ্বন্দ্বিতা নয়-সহমর্মিতা।

স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাসপাতালে জামায়াত নেতা সোহেলের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে। স্থানীয়রা বলছেন, এমন মানবিক আচরণ রাজনীতিকে আরও মর্যাদাশীল ও সৌহার্দ্যপূর্ণ করে তোলে।

রেজাউল করিমের দ্রুত সুস্থতা কামনা ও দোয়া করে আবিদুর রহমান সোহেল বলেন, আমরা সবাই এক সমাজের মানুষ। রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু অসুস্থতার সময় সবাই একে অপরের পাশে থাকবো। এটাই আমাদের কাম্য।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে মানবিকতার এই দৃষ্টান্ত বগুড়ায় প্রশংসার সৃষ্টি করেছে।



banner close
banner close