গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে আয়োজনের কোনো বাস্তবতা এই মুহূর্তে নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, এই মুহূর্তে কারো সাথে জোট করা বা একীভূত হওয়ার তেমন সুযোগ নেই। তবে ইতোমধ্যে অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিতে যোগাযোগ করছে।
আজ বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে গণঅধিকার পরিষদের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর আরও বলেন, আওয়ামী লীগের যারা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলেন না, কিংবা ছাত্র-জনতার ওপর হামলা-মামলায় জড়িত ছিলেন না— তারা চাইলে বিভিন্ন দলে যোগ দিতে পারবেন।
তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই গণঅধিকার পরিষদ নির্বাচনমুখী রাজনীতিতে অংশ নিচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানান নুরুল হক নুর।
সভায় প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ সদর আসনে এমপি প্রার্থী ও জেলা গণঅধিকার পরিষদ সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নেমান।
আরও পড়ুন:








