নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বগুড়া শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল থেকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, তিনমাথা থানা মোড়, পাগলা মোড়, থানা মোড়, পিটিআই মোড়সহ জনসমাগম এলাকায় পুলিশের টহল বৃদ্ধি পায়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বগুড়া সারিয়াকান্দিতে ১৩ তারিখের লকডাউনে অংশগ্রহণ করার প্রস্তুতিকালে মঙ্গলবার বিকেলে তিনজন আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলো সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে আদালতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া জেলা মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন , রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সবসময় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়।
তিনি আরও বলেন, সব মিলিয়ে ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে পুরো বগুড়া শহরজুড়ে এখন কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন:








