বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

ফরিদপুরে বিপুল পরিমাণ পেট্রোল বোমা–ককটেল ও গান পাউডার উদ্ধার, আটক তিন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৭:২০

আপডেট: ১২ নভেম্বর, ২০২৫ ১৭:৪১

শেয়ার

ফরিদপুরে বিপুল পরিমাণ পেট্রোল বোমা–ককটেল ও গান পাউডার উদ্ধার, আটক তিন
ছবি: বাং এডিশন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নাশকতার উদ্দেশ্যে প্রস্তুত করা বিপুল পরিমাণ পেট্রোল বোমা, ককটেল, গানপাউডার ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠানবাজার এলাকার নূর মোহাম্মদের ছেলে রাকিব হোসেন (২৫) এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন লকডাউনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে পেট্রোল বোমা, ককটেল ও গানপাউডারসহ বিভিন্ন আগ্নেয় সামগ্রী প্রস্তুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করে এবং তিনজনকে হাতেনাতে আটক করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার প্রমাণ মিলেছে। বিপুল পরিমাণ বিস্ফোরক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার সামগ্রীর তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলছে।



banner close
banner close