বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি'র সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও, প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৬:০৫

শেয়ার

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি'র সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

সীমান্ত অতিক্রম না করলে সীমান্তে হত্যা হবে না। সীমান্ত অতিক্রম রোধে চোরাকারবারিদের পরিবারকে সচেতন করার পাশাপাশি স্থানীয় ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বোঝানোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে বিজিবি।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ।

অধিনায়ক জানান, সীমান্ত হত্যা প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত প্রায় ২৩ হাজার সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণ সচেতন হলে সীমান্ত হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। সীমান্তে শূন্যরেখা সংলগ্ন এলাকায় বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করেন। এটি একদিনে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার সহায়তায় আমরা ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

তিনি আরও জানান, সীমান্ত সংলগ্ন জমিতে তিন ফিটের বেশি উচ্চতার ফসল যেমন ভুট্টা ও আখ চাষে নিরুৎসাহিত করা হচ্ছে, যাতে সীমান্তে নজরদারি কার্যক্রমে সমস্যা না হয়।

এ বছর পরিচালিত বিভিন্ন অভিযানে ৫০ বিজিবি ৫৫৬ জন আসামি আটক করেছে এবং প্রায় ৬৭ কোটি টাকার মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, গবাদিপশু ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ৭৩ হাজার ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ কেজি হোরোইন, ২ কেজি কোকেন, ১২ হাজার ৯শ ৬৯ বোতল মদ, ২ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা, ২৬ হাজার ১১৫ পিস ইয়াবা, ৪ লাখ ৩ হাজার ৯৭৫ পিস মেটাডক্সিন ট্যবলেট, ১১ হাজার ৯৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন ৮৭,১০৭টি এবং ১২ লক্ষ ৯৮ হাজার পিস ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের অবৈধ জিনিস।

এছাড়াও ৬ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল, ৭ কেজি গানপাউডার, ৬টি এয়ারগান, সিসাগুলি ৩৩ হাজার একশটি, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সিহাব উদ্দিন, সুবেদার মেজর মজিবর রহমান সহ জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিবি সীমান্তে সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধপথে সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।



banner close
banner close