ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম সম্প্রতি শহরের পাবলিক লাইব্রেরি ও জাদুঘরের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম।
কমরেড নজরুল ইসলাম আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় ফ্যাসিবাদবিরোধী অনেক রাজনৈতিক নেতা সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক দিদারুল আলমের এই উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ দলীয় নেতার উপস্থিতি দেখে বিস্মিত ও হতাশ হয়েছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্রজনতা মনে করেন, আওয়ামী লীগের গণহত্যার শরিক দলের নেতাদের নিয়ে সরকারি কাজের উদ্বোধন করা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জাবেদ রহিম বিজন, সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খান সাদাতসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত নয় নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আগামী বৃহস্পতিবার তার শেষ কর্মদিবস পালন করবেন। একই প্রজ্ঞাপনে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তারকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








