ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযানে অর্ধকোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন-৪
মঙ্গলবার (১২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের টহলদল সীমান্তের বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি শীতবস্ত্র, বিভিন্ন ব্র্যান্ডের চকলেট ও অন্যান্য ভোগ্যপণ্য জব্দ করা হয়
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ ৭৪ হাজার ৬৩০ টাকা। এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে
জব্দকৃত পণ্যসমূহ আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো চোরাচালানকারী রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির সুযোগ না পায়
তিনি আরও জানান স্থানীয় জনগণকে সচেতন করতে এবং তথ্যদাতাদের সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








