হবিগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয়ে চরম গড়মিলের অভিযোগ উঠেছে হবিগঞ্জের শায়েস্তানগরে অবস্থিত সূর্য্যমুখী জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। একই রোগীর রক্তের গ্রুপ দুইবার ভিন্ন দেখানোয় আতঙ্কে পড়েছেন রোগীর স্বজনরা।
জানা যায়, সোমবার নবীগঞ্জ উপজেলার নাজমিন আক্তার নামে এক নারী রক্তশূন্যতা নিয়ে হবিগঞ্জ শহরের সূর্য্যমুখী জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার রক্তের গ্রুপ দেখানো হয় বি পজেটিভ (B+)। এই রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রক্তদাতা পর্যন্ত আনা হয়।
কিন্তু রক্ত গ্রহণের আগে সতর্কতার অংশ হিসেবে রোগীর স্বজনরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পুনরায় রক্ত পরীক্ষা করান। সেখানে ফলাফল আসে এ পজেটিভ (A+)—যা আগের রিপোর্টের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন।
এতে উদ্বিগ্ন হয়ে স্বজনরা আবারও সূর্য্যমুখী জেনারেল হাসপাতালে একই রোগীর রক্ত পরীক্ষা করান। তৃতীয়বারের পরীক্ষায় ফল আসে এ পজেটিভ (A+), যা দ্বিতীয় পরীক্ষার সঙ্গে মিলে যায়।
একই হাসপাতালে এক রোগীর রক্তের গ্রুপ দুইবার ভিন্ন ফলাফল আসায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, রক্তের গ্রুপ ভুল নির্ণয় হলে প্রাণনাশের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। এমন ঘটনার পর হাসপাতালে আস্থা রাখা কঠিন।
এ বিষয়ে জানতে চাইলে সূর্য্যমুখী জেনারেল হাসপাতালের ম্যানেজার জাহাঙ্গীর রিয়াদ বলেন, ভুলবশত এমনটা হয়েছে।
আরও পড়ুন:








