বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

আশুলিয়ায় বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১১:২৮

শেয়ার

আশুলিয়ায় বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ভোর পাঁচটার দিকে ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় পার্কিং করা ওই গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, ভোরে সরকার মার্কেট এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে

আশুলিয়া থানার ওসি আব্দুল হাননান বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল দুষ্কৃতিকারীরা এসে ওই বাসে আগুন দেয়। এ ঘটনায় জড়িতের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া গাড়িতে আগুন দেয়ার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।



banner close
banner close