ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে মহাসড়কে চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় তীব্র যানজটের।
বুধবার সকল পৌনে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টায়ারের আগুন জ্বালিয়ে অবরোধ করেন গাজীপুর ৬ আসেনর জনগণ।
বিক্ষোভকারীরা জানান, সাম্প্রতিক নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস প্রস্তাবে গাজীপুর-৬ আসন বিলুপ্তির উদ্যোগে তাঁরা উদ্বিগ্ন। এতে তাদের এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে “গাজীপুর-৬ আসন চাই, এলাকার মর্যাদা রক্ষা চাই” শ্লোগান দিতে থাকেন।
তারা জানান, গাজীপুরের ঐতিহ্যবাহী এই আসনটি দীর্ঘদিন ধরে উন্নয়ন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি বাদ দিলে এলাকার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহমুখী হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।
স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, আসনটি রক্ষায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে তাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবেন।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার,গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা জসিম উদ্দিন ভাটসহ হাজার বিএনপি নেতা ও এলাকার সাধারণ জনগণ।
আরও পড়ুন:








