শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

আল্লামা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৮:৩৭

শেয়ার

আল্লামা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও কারীমপুর দরবার শরীফের পীর, বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল উলামা আল্লামা হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকাল ১০টায় কানুদাসকাঠি কারীমপুর দরবার শরীফ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

আল্লামা ফয়েজীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চরমোনাই পীর ও আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ রেজাউল করীম, নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসাইন, সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদী, রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা বায়েজিদ হক ফরাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



banner close
banner close