শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

গাজীপুরের সাতাইশ স্কুল অ্যান্ড কলেজে ক্লাসরুম ভেঙে খাবারের দোকান, এলাকায় তোলপাড়

গাজীপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৪:০২

শেয়ার

গাজীপুরের সাতাইশ স্কুল অ্যান্ড কলেজে ক্লাসরুম ভেঙে খাবারের দোকান, এলাকায় তোলপাড়
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর সাতাইশ স্কুল অ্যান্ড কলেজে ক্লাসরুম ভেঙে রাস্তার পাশে নতুনভাবে নির্মিত ক্যান্টিনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা।

সরেজমিনে দেখা গেছে, নবনির্মিত ক্যান্টিনটি ধুলাবালিতে ভরা রাস্তার একদম পাশে অবস্থিত এবং সেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী খাবার গ্রহণ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, শিক্ষার্থীদের টিফিনের সময় বাইরে যাওয়া ঠেকানোর অজুহাতে ক্যান্টিনটি নির্মাণ করা হলেও, বাস্তবে এটি রাস্তার পাশের একটি ‘ভাতের হোটেল’হিসেবে পরিচালিত হচ্ছে। আগে থেকেই একটি ক্যান্টিন থাকার পরও নতুন করে ক্লাসরুমের জায়গায় ক্যান্টিন নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “ক্লাসরুমটি সংস্কার করে আবারও ব্যবহার করা যেত। কিন্তু সেটি ভেঙে হোটেল বানানোয় শিক্ষার্থীরা এখন ঝুঁকির মধ্যে পড়েছে।

ক্যান্টিন পরিচালনাকারী ইউসুফ আলী জানান, “আমি স্কুল কমিটির সঙ্গে তিন বছরের চুক্তিতে ক্যান্টিন নিয়েছি। ৫ লাখ টাকা জামানত ও মাসে ১৩ হাজার টাকা ভাড়ায় এটি পরিচালনা করছি। এখন পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা মেরামতে ব্যয় হয়েছে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান খান বলেন, “রাস্তা প্রশস্ত করার কারণে ক্লাসরুমটি ভেঙে অনুপযোগী হয়ে পড়ে। পরে কমিটির সিদ্ধান্তে অভ্যন্তরীণ টেন্ডারের মাধ্যমে ক্যান্টিন নির্মাণ করা হয়। জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন কিনা জানা নেই, তবে প্রয়োজন হলে তা যাচাই করা হবে।

প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হাসান উদ্দিন লস্কর বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি, দুইদিন পরে ফিরে এসে সামনাসামনি কথা বলবো।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা বলেন, “নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টিন নির্মাণ বা পরিচালনা করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close