মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় সাতক্ষীরায় অর্ধ-দিবস হরতাল, সড়ক অবরোধ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৪:০৩

শেয়ার

ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় সাতক্ষীরায় অর্ধ-দিবস হরতাল, সড়ক অবরোধ
ছবি: বাংলা এডিশন

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরার নলতায় মঙ্গলবার অর্ধ-দিবস হরতাল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তার কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় নলতা হাসপাতাল মোড়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ঘন্টাব্যাপী সড়ক অবরোধে দীর্ঘ যানজট তৈরি হয় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে। এসময় বন্ধ ছিল নলতা বাজারের দোকাপাট। এতে জনভোগান্তি চরমে উঠে।

নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। অন্যথায় আজ বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

এছাড়া বক্তারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার করেন।



banner close
banner close