বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র নতুন আহ্বায়ক কমিটি

হাফিজুর রহমান নিরব, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৩:২১

আপডেট: ৪ নভেম্বর, ২০২৫ ১৩:২২

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র নতুন আহ্বায়ক কমিটি
এনসিপি’র নতুন আহ্বায়ক কমিটি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জেলা কমিটিতে বড় পরিবর্তন এসেছে। বাংলা এডিশনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দলটির কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ে টনক নড়েছে। বিতর্কিত সাবেক ছাত্রলীগ নেতা আসিফ মোস্তফা জামাল ওরফে আসিফ নিহালকে বাদ দিয়েই কেন্দ্র থেকে নতুন চাঁপাইনাবগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বাংলা এডিশনে গত ২৯ অক্টোবর প্রকাশিত হয় ‘চাঁপাইনবাবগঞ্জের ছাত্রলীগ নেতা এনসিপি’র কেন্দ্রীয় সদস্য’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন। প্রতিবেদনটি প্রকাশের পরপরই চাঁপাইনবাবগঞ্জে তোলপাড় শুরু হলে টনক নড়ে কেন্দ্রীয় নেতাদের। যার ফলে প্রতিবেদনটি প্রকাশের মাত্র দুই দিন পরই, ৩১ অক্টোবর কেন্দ্রীয় কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপি’র নতুন ৭০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে।

নতুন কমিটিতে মো. আলাউল হককে আহ্বায়ক এবং নজরুল ইসলামকে সদস্য সচিব করা হয়। এই কমিটিতে বিতর্কিত নেতা আসিফ নিহালকে বাদ দেয়া হয়েছে।

নতুন কমিটির বিষয়ে আহ্বায়ক আলাউল হক তার প্রতিক্রিয়ায় জানান, ‘বাংলা এডিশনের রিপোর্টটি যথাযথ প্রভাব ফেলেছে। বাংলা এডিশনকে অনেক ধন্যবাদ।’তিনি বলেন, ‘সে (আসিফ নিহাল) এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দলের কোনো পদ-পদবীও তার নেই।’আলাউল হক বলেন, ‘বাংলা এডিশন আসিফ নেহালকে নিয়ে যে তথ্য-প্রমাণভিত্তিক রিপোর্ট প্রকাশ করেছে, সেটার ফলেই আমরা একটি নতুন ও বিশুদ্ধ কমিটি পেয়েছি। এই রিপোর্টের কারণে দলের মধ্যে থাকা বর্জ্যগুলো থেকে মুক্ত হতে পেরেছি। ভবিষ্যতেও বাংলা এডিশন সত্য প্রকাশে বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

এর আগে বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে আসে, সাবেক ছাত্রলীগ নেতা আসিফ নিহাল মুজিবের আদর্শ প্রচারক পরিচয় দিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নেন।

অভিযোগ ছিল, জুলাই আন্দোলনের সময় মাঠে না থেকেও তিনি নিজেকে ‘আন্দোলনের অন্যতম যোদ্ধা’ হিসেবে পরিচিত করেন এবং ছাত্রলীগ ঘনিষ্ঠ অনেককে বৈষম্যবিরোধী আন্দোলনের তালিকায় অন্তর্ভুক্ত করেন।

তার ভেরিফায়েড ফেসবুক পেজে জুলাই আন্দোলনের কোনো পোস্ট না থাকলেও ৩ আগস্ট ২০২৪ তারিখে শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে পোস্ট পাওয়া যায়, যা হাসিনা সরকারের পতনের পর দ্রুত ডিলিট করে দেন তিনি।

প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি কেন্দ্রীয় এনসিপি’র নজরে আসে। অবশেষে তদন্ত শেষে আসিফ নিহালকে দল থেকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়োগের সিদ্ধান্ত নেয়।



banner close
banner close