মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বগুড়ায় ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়া, প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ০৯:৫৫

শেয়ার

বগুড়ায় ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

বগুড়ায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম নামের এক বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার নূনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম জেলার কাহালু উপজেলার মোখলেছুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন বলে স্থানীয়রা জানান।

পুলিশ জানায়, স্থানীয়রা সকালে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি ফোন কল পেয়ে জহুরুল বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। সকালে তার লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ঘটনাটি হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।



banner close
banner close