আমাদের বাপ-দাদারা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারেননি, আমরা তা দেখে যেতে চাই — এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান।
সোমবার বিকেলে সদর উপজেলার মজলিশপুরের বাকাইল এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক জুনায়েদ বলেন, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও শোষণমুক্ত মানবিক সমাজ গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিই মূল লক্ষ্য। উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
সভায় বক্তারা বলেন, দাড়িপাল্লা প্রতীক ন্যায়, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা দাবি করেন, শিক্ষাবিদ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে অধ্যাপক জুনায়েদ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক মো. রোকন উদ্দিন, সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. রমজান আলীসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ ভোটাররা।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন:








