চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কিং কোবরা (রাজ গোখরা) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার টিম। সাপটির দৈর্ঘ্য প্রাফ আট ফুট।
মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার মিঠাছরা বাজারে এক পাহাড়ি ব্যক্তির থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ব্যক্তি গত এক সপ্তাহ ধরে সাপটিকে মানুষের মধ্যে ভয় দেখানোর জন্য ব্যবহার করছিলেন এবং বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বন ও বন্যপ্রাণী উদ্ধার দল সাপটি উদ্ধার করে নিরাপদে চিকিৎসার জন্য হেফাজতে নেন।
বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, সাপটির বিষদাঁত উপড়ে ফেলা হয়েছে এবং তা দিয়ে খেলা দেখানোর কারণে গুরুতর আহত হয়েছে। বর্তমানে সাপটি বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। সুস্থ হলে বনবিভাগের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত জানিয়েছেন, সাপটির অবস্থা খুবই খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে এবং মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা চলছে, আশা করছি দুই-তিন দিনের মধ্যে এটি সুস্থ হয়ে উঠবে।
আরও পড়ুন:








