মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

পটুয়াখালীতে জলাতঙ্কমুক্ত শহর গড়তে বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে টিকাদান শুরু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৯:১০

শেয়ার

পটুয়াখালীতে জলাতঙ্কমুক্ত শহর গড়তে বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে টিকাদান শুরু
ছবি: বাংলা এডিশন

জলাতঙ্কমুক্ত শহর গড়ার লক্ষ্যে পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের ঝাউবন এলাকার ফোর লেন সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, মেডিকেল অফিসার ডা. এস. এম. একরামুল নাহিদসহ পৌরসভার কর্মকর্তারা। প্রাণীপ্রেমী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী-এর সভাপতি নওশিন আফরোজ হিয়া, রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুসা, বন্যপ্রাণী উদ্ধারকর্মী আবদুল কাইয়ুম, গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল, কলাপাড়া সহকারী টিম লিডার ইউসুফ রনি ও দুমকী টিম লিডার সাইফ আহমেদ তনময়সহ অনেকে উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের নিউমার্কেট, পুরান বাজার, বাসস্ট্যান্ড, সদর রোড, ঝাউবন, লঞ্চঘাট, সবুজবাগ মোড় ও তিতাস মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বেওয়ারিশ কুকুরদের টিকা দেওয়া হচ্ছে।

এক মাসব্যাপী এই অভিযানে এক হাজারেরও বেশি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা দেওয়ার পর প্রতিটি কুকুরের শরীরে লাল রঙের চিহ্ন দেওয়া হচ্ছে, যাতে একই প্রাণীকে পুনরায় টিকা না দেওয়া হয়।

পৌর প্রশাসক মো. জুয়েল রানা জানান, “জলাতঙ্ক প্রতিরোধে সরকারি নির্দেশনার আলোকে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। প্রাণীপ্রেমীদের সহযোগিতায় শহরের সব বেওয়ারিশ কুকুর ও বিড়াল ধীরে ধীরে টিকার আওতায় আনা হবে, যাতে নাগরিকদের নিরাপত্তা ও প্রাণীর কল্যাণ দুটোই নিশ্চিত হয়।”

প্রাণীকল্যাণ সংগঠনের সদস্যরা বলেন, পটুয়াখালীতে এটি একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ, যা মানুষের পাশাপাশি প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করবে এবং জলাতঙ্ক নির্মূলে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



banner close
banner close