মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত তিন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৮:০২

শেয়ার

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত তিন
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইলের বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন।

বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাঐখোলা এলাকায় এ দুর্ঘনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যাইনি। হতাহতরা সবাই বাসযাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন বাস যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্ট চলছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।



banner close
banner close