মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফলে খেলাধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে আলিব হোসেন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস বাজার সংলগ্ন নিজ বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু আলিব হোসেন ওই এলাকার বুলু গাজী বাড়ির সোহাগ হোসেন ও শারমিন আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বাড়ির উঠানে আশপাশের কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল আলিব। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে স্থানীয় এক নারী শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। পরে প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিবকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। শিশুটির মা-বাবা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে প্রতিবেশীরাও ছুটে আসেন তাদের সান্ত্বনা দিতে।

স্থানীয় বাসিন্দারা জানান, আলিব অত্যন্ত চঞ্চল ও প্রাণবন্ত একটি শিশু ছিল। প্রতিদিন বিকেলে উঠানে বা বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলত। তার এমন মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের আবহ নেমে এসেছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “এ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এখন পর্যন্ত কেউ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



banner close
banner close