মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বাঘাইছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৭:৩৮

শেয়ার

বাঘাইছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৮ কিলোমিটার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিতু চাকমা (জানু) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নিতু চাকমা বাঘাইছড়ি গ্রামের মৃত বিরুভদ্র চাকমার ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর মিঠুন চাকমা।

পৌর কাউন্সিলর মিঠুন চাকমা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক নিতু চাকমা। একই দুর্ঘটনায় সিলেটের মৌলভীবাজার থেকে ঘুরতে আসা দুই যুবক আবু বক্কর সিদ্দিক ও সাব্বির আহম্মেদ আহত হন।

সংবাদ পেয়ে ২০ ইসিবির সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ চক্রবর্তী নিতু চাকমাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।



banner close
banner close