বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ইলিশ চত্বর মোড়ে সংস্কার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
সম্প্রতি ওই এলাকায় সংস্কার কাজের ধীরগতি ও খানাখন্দের কারণে ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম ভোগান্তির অভিযোগ উঠে।
গত বৃহস্পতিবার “চাঁদপুরে ইলিশ চত্বর মোড়ে সংস্কার কাজের ধীরগতি, খানাখন্দে দেবে গেল ট্রাক”শিরোনামে বাংলা এডিশনে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।
সংবাদটি প্রচারের পর স্থানীয় নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। তারই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর, বুধবার পৌরসভার তত্ত্বাবধানে সংস্কার কাজ শুরু হয়।
পৌর কর্মকর্তারা জানিয়েছেন, ইলিশ চত্বর এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, মিডিয়া রিপোর্টের ইতিবাচক প্রভাবেই অবশেষে কাজ শুরু হলো।
আরও পড়ুন:








