মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, আটক এক

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:১৯

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:২০

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, আটক এক
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অভিযানে গাজী শাহীন মিয়া নামে এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

মঙ্গলবার রাত দুইটা ৩০ মিনিটে সিভিল সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে গাজী শাহীন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চার দশমিক পাঁচ মি. মি. ভারতীয় এয়ারগান, আরও একটি অবৈধ অস্ত্র এবং ৩৫০০ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়।

অভিযানের সময় শাহীন মিয়া যৌথবাহিনীর তল্লাশি কাজে বাধা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক গাজী শাহীন মিয়ার বিরুদ্ধে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, প্রভাব বিস্তারসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং আটক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অসামরিক প্রশাসনকে সহায়তায় এ ধরনের অভিযান চলমান থাকবে।



banner close
banner close