ছবি: বাংলা এডিশন
উখিয়ার পালংখালি ইউনিয়নের বালুখালির পানবাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক কারবারি এনায়েত উল্লাহকে আটক করেছে র্যাব। ১৪ অক্টোবর সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি অভিযানিক দল তাকে আটক করে। তার বাবার নাম আবু আহম্মদ।
র্যাব ১৫ এর সহকারি পুলিশ সুপার ও সহকারি পরিচালক আ ম ফারুক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মাদক বিরোধী টাস্কফোর্স কর্তৃক ঘোষিত শীর্ষ অস্ত্র ও মাদক কারবারির তালিকায় আটককৃত এনায়েত উল্লাহর নাম রয়েছে৷ এছাড়াও উখিয়া এবং টেকনাফ থানার অস্ত্র ও অপহরণসহ মোট সাতটি মামলার এজাহার নামীয় পলাতক আসামি এনায়েত উল্লাহ।
তাকে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








