মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নিখোঁজের ১৫ দিন পর সৌদির মরুভূমিতে মিললো মাদারীপুরের যুবকের লাশ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৪:৩৪

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:০৯

শেয়ার

নিখোঁজের ১৫ দিন পর সৌদির মরুভূমিতে মিললো মাদারীপুরের যুবকের লাশ
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ১৫ দিন ধরে নিখোঁজের পর মরুভূমিতে বালু ও পাথর চাপা দেয়া লাশ উদ্ধার হয় মাদারীপুর জেলার শিবচর উপজেলার যুবক সবুজের।

সোমবার মরুভূমিতে পাওয়া অর্ধগলিত লাশের চেহারা চেনা না গেলেও পরিচিতরা শনাক্ত করেন যুবক সবুজকে। পরে খবর আসে বাড়িতে। এদিকে বাড়িতে খবর এলে শোকের মাতম ওঠে অসহায় পরিবারে।

নিহত সবুজ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার মেছেরমোল্লার গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের একমাত্র ছেলে।

নিহতের স্বজনরা জানান, পরিবার পরিজন নিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় গত আট মাস আগে সৌদি আরব যান সবুজ। প্রথমে রিয়াদে ও পরে কাজের খোঁজে আল কাসিম এলাকায় থাকা শুরু করেন তিনি।

পরিবার ও স্থানীয়রা জানান, ভ্যান চালক বাবা ধার-দেনা করে টাকা জোগাড় করে পাঠিয়েছিলেন সৌদি আরব। স্বপ্ন ছিলো দেনা পরিশোধের পর বিদেশ থেকে পাঠানো টাকায় নতুন ঘর তুলবেন। স্বচ্ছল জীবন-যাপন করবেন। তবে সেই স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হলো।

গত সোমবার আল কাসিম এলাকায় মরুভূমিতে বালু ও পাথর চাপা দেয়া এক যুবকের লাশ খুঁজে পায় সৌদি পুলিশ। লাশটি সবুজের বলে ধারণা করে সেখানে থাকা অন্য বাঙালিরা। এ খবর বাড়িতে পৌছালে শোকের মাতম শুরু হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘আমরা খোঁজ খবর নেব। যতটুকু পারি পরিবারটিকে সহযোগিতা করবো। লাশ আনার বিষয়ে পরিবার সহযোগিতা চাইলে নিয়ম অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করা হবে।’



banner close
banner close