মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বরগুনার তালতলীতে শিশু তান্নু হত্যায় গ্রেপ্তার এক

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১০:১০

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫ ১০:৩৭

শেয়ার

বরগুনার তালতলীতে শিশু তান্নু হত্যায়  গ্রেপ্তার এক
কোলাজ: বাংলা এডিশন

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ঈদুপাড়া গ্রামে নৃশংসভাবে খুন হয়েছে তান্নু নামের এক শিশুকন্যা। নিহত তান্নু স্থানীয় দুলাল খানের মেয়ে ও নার্সারি শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাচা হাবিব খান রেইনট্রি গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করে মুমূর্ষ অবস্থায় তালতলী হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাসপাতালে যাওয়ার পথে মারা যায় সিসিটি। অভিযুক্ত হাবিব খান নিহত তান্নুর বাবা দুলাল খানের ছোট ভাই মান্নান খানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের সাত ডিসেম্বর একই পরিবারের আরেক ভয়াবহ হত্যাকাণ্ডের দায়েও অভিযুক্ত ছিল হাবিব খান। সে সময় দুলাল খানের প্রথম স্ত্রী তানিয়াকে জবাই করে হত্যা করে সে। দীর্ঘ সাত বছর কারাভোগ শেষে মুক্তি পেয়ে সম্প্রতি এলাকায় দিনমজুরের কাজ শুরু করে হাবিব।

দুলাল খান বলেন, ‘১০ বছর আগে আমার স্ত্রীকে জবাই করে হত্যা করেছিলো সে। আজ আমার একমাত্র কন্যা সন্তানকেও মেরে ফেললো। আমি ওর ফাঁসি চাই।’

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত হাবিব খানকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’



banner close
banner close