কুষ্টিয়ার কুমারখালীতে লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় বাংলা এডিশনের প্রতিনিধি রাজু আহমেদ আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর একটার দিকে উপজেলার ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব, কুমারখালী প্রেসক্লাব সহ কুষ্টিয়ার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। এছাড়া কুষ্টিয়া প্রেসক্লাব ও কুমারখালী প্রেসক্লাব লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংবাদিক রাজু তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন। এ সময় মঞ্চের পাশে একদল মাদক ব্যবসায়ী তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে। এতে আহত হয়েছেন তিনি। লালন মেলায় শত শত গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক সেবন ও বিক্রি করা হচ্ছে। মাদক কারবারীদের দখলে লালনের মাঠ। তারা যাকে তাকে হুমকি-ধমকি দেন। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না। মাদক সিন্ডিকেটের মাফিয়ারা সাংবাদিক রাজুর ওপর হামলা করেছে। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে লালন মেলা গাঁজামুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
আহত রাজু আহমেদ বলেন, লালন মেলায় প্রায় ৩০০টি গাঁজার দোকান বসেছে। সেখানে রাতদিন প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক সেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, এক সপ্তাহ আগে থেকে শত শত গাঁজা ব্যবসায়ী গাঁজার দোকান বসিয়েছে। সেখানে প্রশাসনের সামনে অবাধে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে ডিসি অফিসের এক মিটিংয়ে ডিসির সামনে মাদক ব্যবসার বিষয়টি তুলে ধরেছিলাম। একইসাথে মাদক ব্যবসায়ীদের কারণে লালন মেলার অনিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয়গুলো ডিসি বরাবর তুলে ধরেছিলাম। আজ লালনের মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজন পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে।
সাংবাদিক রাজুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমারখালী প্রেসক্লাব। জরুরী এক বার্তায় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, সাংবাদিক রাজু একজন কর্মঠ সাংবাদিক, এ হামলা সকল গণমাধ্যম কর্মীদের উপর হামলা। দ্রুত হামলাকারীদের আটক ও লাগনে গাঁজা সেসব বন্ধের দাবি জানান।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা বলেন, সাংবাদিক রাজু লালন মেলার সংবাদ সংগ্রহ করছিল। এ সময় মাদক সিন্ডিকেটের লোকজন তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করেছে। এ ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি। এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, লালন মেলার মাঠে সাংবাদিক রাজুর ওপর মাদক ব্যবসায়ীরা হামলা করেছে। তাকে মারপিট করে আহত করা হয়েছে৷ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের এনে শাস্তি নিশ্চিত করতে হবে৷ সাংবাদিক রাজুর উপরে হামলা ও নিরাপত্তাজনিত কারণে লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ না করার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়া প্রেসক্লাব।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাংবাদিক রাজু আহমেদ হামলা ও মারপিটে আহত হয়েছিল। তিনি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:








