মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে মোবাইল কোর্টে তিন জনের কারাদণ্ড

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ২১:০৪

শেয়ার

মিরসরাইয়ে মোবাইল কোর্টে তিন জনের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাইয়ে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে উপজেলার বারইয়ারহাট উত্তরা বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের এ শাস্তি দেয়া হয়।

এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এবং তার সদস্যবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, অভিযুক্ত তিনজন গাজা সেবন ও বহন এবং জনসাধারনের শান্তি বিনষ্ট এবং বিরক্তির আচরণের কারণে তাদের দুইটি মামলায় দুইজনকে তিন মাসের ও একটি মামলায় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।



banner close
banner close