মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ফরিদপুরে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৫:২৪

শেয়ার

ফরিদপুরে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ভুলবশত কীটনাশক পানে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার অক্টোবর রাতে শহরের নায়াব আলী নামের এক ব্যক্তি ঠান্ডার ওষুধ ভেবে ভুলক্রমে কীটনাশক পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাত তিনটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৩ অক্টোবর রাতে তিনি হাসপাতালেই মারা যান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত শেষে মরদেহের সূরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close