মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কুয়াকাটায় গাঁজা সেবনে তিন যুবকের কারাদণ্ড; বাসচালককে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৫:১৬

শেয়ার

কুয়াকাটায় গাঁজা সেবনে তিন যুবকের কারাদণ্ড; বাসচালককে জরিমানা
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড এবং এক বাসচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাত নয়টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুয়াকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি নিয়মিতভাবে মাদকসেবন ও ব্যবসা করে আসছিলো। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছিলো এবং যাত্রীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে তিন যুবককে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো, মো. কাজল ভূঁইয়া, মো. আমির হোসেন, মো. মিজান তালুকদার।

অভিযানের সময় একই এলাকায় অবৈধভাবে বাস পার্কিং ও সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে মো. রুবেল নামের এক বাসচালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জঅভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, ‘মাদক সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি। কুয়াকাটার পর্যটন পরিবেশ সুরক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকসেবন ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা থাকলে কুয়াকাটাকে মাদকমুক্ত পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।’

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘নিয়মিত এ ধরনের অভিযান চালানো হলে কুয়াকাটার পরিবেশ আরও নিরাপদ ও পর্যটনবান্ধব হবে।’



banner close
banner close