সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মেহেরপুরে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৩:৪১

শেয়ার

মেহেরপুরে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা
ছবি: বাংলা এডিশন

ঢাকায় আন্দোলরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা।

মঙ্গলবার সকাল থেকে কর্মসূচি পালন করেছে শিক্ষকেরা। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।

শিক্ষকদের দাবি, শিক্ষকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে সেটি খুবই দু:খজনক। এটি পুরো শিক্ষক সমাজের উপর হামলা।

এ ধরনের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানান তারা।

এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে।



banner close
banner close