সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটের কোম্পানীগঞ্জে সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

কোম্পানীগঞ্জ, সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৩:২৪

শেয়ার

সিলেটের কোম্পানীগঞ্জে সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মীদের মধ্যে আদর্শ পেশাগত একাত্মতার মাধ্যমেই আত্মপ্রকাশ করল নতুন সংগঠন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (CJU)

১৩ অক্টোবর সোমবার বিকেল ৪টার সময় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টেতথ্য দিন-সেবা নিনশ্লোগান নিশ্চিত করে আলোচ্য আয়োজনে CJU-এর আত্মপ্রকাশ করা হয়।

CJU-এর আত্মপ্রকাশ একটি নতুন অধ্যায় হলো কোম্পানীগঞ্জের গণমাধ্যম কর্মীদের জন্য যেখানে তারা সহযোগিতা, স্বচ্ছতা, ন্যায্য সংবাদ পরিবেশন পেশাদারিত্বকে ভিত্তি করবেন। এই সংগঠন ঘোষণা করল যে তারা সংবাদকর্মীর মর্যাদা রক্ষায় যুক্ত রয়েছে, জনগণের অধিকার সংবাদ স্বাধীনতা নিশ্চিত করবে।

সভায় ঘোষিত নবগঠিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটি হলো, সভাপতি: মো. নিজাম উদ্দিন দৈনিক বিজয়ের কন্ঠ, সহ-সভাপতি: সালাহউদ্দিন রানা বিশ্ব মিডিয়া, কোম্পানীগঞ্জ, সাধারণ সম্পাদক: এম এইচ শাহীন নিরপেক্ষ & বিশ্ব মিডিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রুবেল আহমদ নাগরিকভিউ.কম, অর্থ সম্পাদক: আশরাফ উদ্দিন দৈনিক রূপালী বাংলাদেশ, সাংগঠনিক সম্পাদক: মোঃ জামাল উদ্দিন আজকের খবর মাল্টিমিডিয়া, দপ্তর সম্পাদক: মোহাম্মদ আব্দুল গাফফার সিলেটBM24 ডটকম, প্রচার সম্পাদক: শফিকুল ইসলাম শফিক হাওরাঞ্চলের কথা, তথ্য প্রযুক্তি সম্পাদক: ফয়ছল আহমেদ নোমান বর্তমান দেশবাংলা, নির্বাহী সদস্য: মো. মাহবুব আলম চৌধুরী জীবন বাংলা এডিশন সিলেট।

অন্য সদস্যবৃন্দ, মোঃ মানিক মিয়া (দৈনিক দেশ প্রতিদিন), মোঃ মনোয়ার পারভেজ (প্রথম প্রহর), মোঃ মঈন উদ্দিন (ফটো সাংবাদিক), মোঃ রুহুল আমীন রুবেল (তালাশ টাইমস), সাদিকুর রহমান (সাপ্তাহিক সিলেট)

কমিটির সদস্যবৃন্দ একত্রে এক নতুন ভিশন গড়ার প্রতিজ্ঞা করেছেযেখানে পেশাদার সংবাদকর্মীরা একাত্মভাবে এগিয়ে যাবে।

নবগঠিত কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, আমরা সত্য ন্যায়ের পথে অবিচল থেকে কোম্পানীগঞ্জবাসীর সহযোগিতা ভালোবাসা সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

সাধারণ সম্পাদক এম এইচ শাহীন বলেন, আমরা ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করব। সংবাদপত্রের ভাবমূর্তি উন্নয়ন, জনগণের অধিকার আদায় এবং অসহায় মানুষের আস্থার জায়গা হতে সত্য সংবাদ পরিবেশন করব।

উপদেষ্টাবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট কামাল হোসেন, হাজী মোঃ আবুল বাশার, আহমদ শাহনেওয়াজ লিটন, তাজ উদ্দিন আহমদ ইলিয়াছ আলী।

নেতৃবৃন্দ জানান, অচিরেই একটি জমকালো অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম, স্থানীয় নেতা গণ্যমান্য উপস্থিত দেখবেন CJU কে পরিপূর্ণ প্রেক্ষাপটে। সাংবাদিকদের একত্রিতকরণ সুরক্ষা সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ভিত্তিক সহায়তা নিশ্চিত করা, প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন: নিয়মিত কর্মশালা, সেমিনার মিডিয়া প্রশিক্ষণ আয়োজন, সংবাদপত্রের ভাবমূর্তি উন্নয়ন নিরপেক্ষ, সঠিক সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরনে প্রতিজ্ঞা।



banner close
banner close