সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শপিং ব্যাগে নবজাতকের লাশ

হ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৩:২৩

আপডেট: ১৪ অক্টোবর, ২০২৫ ১৩:২৫

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শপিং ব্যাগে নবজাতকের লাশ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাশে শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, রাতে রেল লাইনের পাশে একটি শপিং ব্যাগের সামনে কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করছিলো। পরে স্থানীয় লোকজন কৌতুহলবশত ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখতে পান।

পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ এসে শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, নবজাতকটি একদিন বয়সি হবে। কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে ফেলে যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শিশুটির নাভীতে লাগানো ক্লিপ দেখে বোঝা যায় ভাল কোন ক্লিনিকে শিশুটির জন্ম হয়েছে৷ জন্মের পর স্বজ্ঞানে কেউ শিশুটিকে হত্যা করে ফেলে গেছে৷



banner close
banner close