সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কিশোরগঞ্জের হাওরে দিক হারানো ৮০ পরীক্ষার্থীকে নিরাপদে উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৪৪

আপডেট: ১৪ অক্টোবর, ২০২৫ ১২:০৯

শেয়ার

কিশোরগঞ্জের হাওরে দিক হারানো ৮০ পরীক্ষার্থীকে নিরাপদে উদ্ধার
হাওরে দিক হারানো ৮০ পরীক্ষার্থীকে নিরাপদে উদ্ধার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের ৮০ জন ডিগ্রি পরীক্ষার্থী কুলিয়ারচর পরীক্ষা কেন্দ্র থেকে ফেরার পথে হাওরে দিক হারিয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে সোমবার (১৩ অক্টোবর) রাত ১টার দিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা একটি বড় যাত্রীবাহী নৌকায় করে কুলিয়ারচর থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। তবে হাওরের মাঝপথে পৌঁছালে ঘন কুয়াশা ও অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলেন। নৌকার মোবাইল নেটওয়ার্কও অচল হয়ে পড়ায় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ না মেলায় শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে নামে। রাতভর চলা অভিযানে একাধিক স্পিডবোট ও উদ্ধার দল হাওরের বিভিন্ন অংশে অনুসন্ধান চালায়।

অবশেষে রাত ১টার দিকে উদ্ধারকারী দল হাওরের একটি চরে নৌকাসহ ৮০ পরীক্ষার্থীকে খুঁজে পায়। পরে তাদের নিরাপদে অষ্টগ্রামে নিয়ে আসা হয়।

ওসি রুহুল আমিন জানান, দীর্ঘ অনুসন্ধানের পর আমরা শিক্ষার্থীদের একটি চরে নিরাপদ অবস্থায় পাই। তারা সবাই সুস্থ আছে, তবে অনেকে আতঙ্কিত ছিলেন। উদ্ধার শেষে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

অষ্টগ্রাম উপজেলার শিক্ষার্থীরা কুলিয়ারচর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে নৌপথে যাতায়াত করেন। হাওরে রাতের অন্ধকার, ঘন কুয়াশা ও দিকনির্দেশনা সংকটে এ পথটি বেশ ঝুঁকিপূর্ণ বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হাওর নৌপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।



banner close
banner close