ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের সদর রোডের নিজ বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
শারমিন মৌসুমী কেকা বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরণ আহমেদ মিঠুর স্ত্রী ও ঝালকাঠি পৌরশহরের চাঁদকাঠি এলাকার সিকান্দার কবিরের মেয়ে।
ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য কেকা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, সোমবার রাত ১১টার দিকে কেকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ওসি মিজানুর রহমান বলেন, ‘তার কন্যার দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তার গলার নিচে একটু ফুলে রয়েছে, তবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলতে পারবো।’
আরও পড়ুন:








