সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ২২:৩১

শেয়ার

শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস (৫৫) নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাতে হাটিকুমরুলবগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



banner close
banner close